নজরুল ইসলাম, ঝিকরগাছা ব্যুরো #
যশোরের ঝিকরগাছা উপজেলায় সালেহা কবীর জীবন ফাউন্ডেশন ও নবীবনগর মিতালী সংঘের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে রবিবার বিকেলে উপজেলার গদখালী ও সকালে বারবাকপুর, বোধখানা এবং ফতেপুর কাউন্সিল বাজারে গাছের চারা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বিকেলে গদখালী ফুল বাজার চত্বরে গদখালী উদিচী শিল্পী গোষ্টির আয়োজনে গাছের চারা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা শহিদুল ইসলাম, সাবেক মেম্বর সরোয়ার হোসেন, রুহুল আমিন, সাইদ হোসেন মুকুল, নবীবনগর মিতালী সংঘের সাধারণ সম্পাদক ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমেদ, ব্যবসায়ী জাকির হোসেন মিঠু, যুবলীগ নেতা আলিমুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজান।