সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলের পাঁচভূলোট সীমান্তে দেড় কেজি সোনা সহ মহিলা পাচারকারিকে আটক করেছে বিজিবি

সেলিম রেজা ##
ভারতে পাচারের সময় বেনাপোলের পাঁচভ‚লোট সীমান্ত থেকে আজ মংগলবার দুপুরে দেড় কেজি সোনার বার সহ পপি খাতুন(২৫) নামে এক মহিলা পাচারকারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক মহিলা বেনাপোলের পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল মনজুর-ই-এলাহী জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমান সোনারবার ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের পাঁচভ‚লোট সীমান্তে অভিযান চালিয়ে ১৩টি সোনার বার সহ পপি খাতুন নামে এক গৃহবধুকে আটক করা হয়। আটক সোনার মূল্য ১ কোটি টাকা বলে বিজিবি জানায়।
পপি খাতুন বিজিবির কাছে স্বীকার করেছে, সে ও তার স্বামী দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে। বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো। তবে বিজিবি সোনার মুল মালিক কে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচেছ।
আটক পপি খাতুন কে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।

 

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

বেনাপোলের পাঁচভূলোট সীমান্তে দেড় কেজি সোনা সহ মহিলা পাচারকারিকে আটক করেছে বিজিবি

প্রকাশের সময় : ০৬:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

সেলিম রেজা ##
ভারতে পাচারের সময় বেনাপোলের পাঁচভ‚লোট সীমান্ত থেকে আজ মংগলবার দুপুরে দেড় কেজি সোনার বার সহ পপি খাতুন(২৫) নামে এক মহিলা পাচারকারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক মহিলা বেনাপোলের পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্নেল মনজুর-ই-এলাহী জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমান সোনারবার ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের পাঁচভ‚লোট সীমান্তে অভিযান চালিয়ে ১৩টি সোনার বার সহ পপি খাতুন নামে এক গৃহবধুকে আটক করা হয়। আটক সোনার মূল্য ১ কোটি টাকা বলে বিজিবি জানায়।
পপি খাতুন বিজিবির কাছে স্বীকার করেছে, সে ও তার স্বামী দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচার করে আসছে। বিনিময়ে তাদের বার প্রতি ৩ হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো। তবে বিজিবি সোনার মুল মালিক কে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচেছ।
আটক পপি খাতুন কে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি।