প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২১, ৬:৩৩ পি.এম
সাতক্ষীরায় “পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২১” অনুষ্ঠিত

আতাউর রহমান / সাতক্ষীরা ব্যুরো।।
শুক্রবার (০১ জানয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা মাঠে "পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১" অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মির্জা সালাহউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সদরদপ্তর জনাব জিয়াউর রহমান, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদরুল ইসলাম খান, ওসি,ডিবি জনাব ইয়াসিন আলম চৌধুরী সহ ব্যাডমিন্টন খেলার শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, চৌকস খেলোয়াড়বৃন্দ এবং দর্শকবৃন্দ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মইনুল ইসলাম মিঠু।
"পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১" এ মোট ৮ টি চৌকস দল অংশগ্রহণ করে। বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দল এবং দেশের বিভিন্ন স্থানের চৌকস খেলোয়াড়রা এই খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জনাব মির্জা সালাহউদ্দিন ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, রানারানার আপ এবং চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার স্বরূপ সম্মাননা স্মারক ও নগদ অনুদান তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho