মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো বাতিল করলো সিনেট

তানজীর মহসিন অংকন ## যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো বাতিল করে দিয়েছে মার্কিন সিনেট। শুক্রবার সিনেটের এক অধিবেশনে এ বিলের পক্ষে ৮১ জন আর বিপক্ষে ভোট দিয়েছেন ১৩ জন সিনেটর।

গেলো মাসে ৭ শ ৪০ বিলিয়ন ডলারের এ বিলটি মার্কিন কংগ্রেসে ৩৩৫-৭৮ ভোটে পাস হয়। এর পরই তাতে ভেটো দেন ট্রাম্প। এ বিলকে সংবিধান বহির্ভূত দাবি করেন তিনি। বলেন, এই বিলে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনার ব্যাপারে কিছু বলা হয়নি।

এছাড়া ফেসবুক ও গুগলের মতো বড় স্যোশাল নেটওয়ার্ক কোম্পানির ব্যাপারেও কিছু উল্লেখ করা হয়নি। এর আগে সিনেটর ম্যাককনেল বলেন, এই বিলকে যে কোন মূল্যে কার্যকর করা হবে। ট্রাম্প করোনা সহায়তা বিলে নির্দিষ্ট মার্কিনিদের ৬০০ ডলার না দিয়ে ২০০০ ডলার দেয়ার দাবি জানিয়েছিলেন। সেই আবেদনও এদিন বাতিল করে সিনেট।

এর আগে মার্কিন প্রতিরক্ষা বিলে ভেটো দেন ট্রাম্প। এমাসেই ৭৪০ বিলিয়ন ডলারের এই বিল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে কংগ্রেসে। ট্রাম্প বলেছিলেন, এই বিলটি আসলে রাশিয়া এবং চীনের জন্য একটি উপহার। এই বিল আইন হলে তা কেবল অন্যায় হবে না, অসাংবিধানিক হবে। যদিও সংবিধানের কোনো ব্যাখ্যা ট্রাম্প দেননি।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো বাতিল করলো সিনেট

প্রকাশের সময় : ০৭:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১

তানজীর মহসিন অংকন ## যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো বাতিল করে দিয়েছে মার্কিন সিনেট। শুক্রবার সিনেটের এক অধিবেশনে এ বিলের পক্ষে ৮১ জন আর বিপক্ষে ভোট দিয়েছেন ১৩ জন সিনেটর।

গেলো মাসে ৭ শ ৪০ বিলিয়ন ডলারের এ বিলটি মার্কিন কংগ্রেসে ৩৩৫-৭৮ ভোটে পাস হয়। এর পরই তাতে ভেটো দেন ট্রাম্প। এ বিলকে সংবিধান বহির্ভূত দাবি করেন তিনি। বলেন, এই বিলে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনার ব্যাপারে কিছু বলা হয়নি।

এছাড়া ফেসবুক ও গুগলের মতো বড় স্যোশাল নেটওয়ার্ক কোম্পানির ব্যাপারেও কিছু উল্লেখ করা হয়নি। এর আগে সিনেটর ম্যাককনেল বলেন, এই বিলকে যে কোন মূল্যে কার্যকর করা হবে। ট্রাম্প করোনা সহায়তা বিলে নির্দিষ্ট মার্কিনিদের ৬০০ ডলার না দিয়ে ২০০০ ডলার দেয়ার দাবি জানিয়েছিলেন। সেই আবেদনও এদিন বাতিল করে সিনেট।

এর আগে মার্কিন প্রতিরক্ষা বিলে ভেটো দেন ট্রাম্প। এমাসেই ৭৪০ বিলিয়ন ডলারের এই বিল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে কংগ্রেসে। ট্রাম্প বলেছিলেন, এই বিলটি আসলে রাশিয়া এবং চীনের জন্য একটি উপহার। এই বিল আইন হলে তা কেবল অন্যায় হবে না, অসাংবিধানিক হবে। যদিও সংবিধানের কোনো ব্যাখ্যা ট্রাম্প দেননি।