লালমনরিহাট প্রতিনিধি ##
লালমনরিহাটের হাতীবান্ধায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেছিয়ে
রাশিদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়ছে।
গত শনিবার (০২ জানুয়ারি) রাত ৭.৩০ মিনিটে লালমনিরহাট-বুড়িমারি মহাসড়ক উপজেলার ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের আহদেুল ইসলামের স্ত্রী।জানা গেছে, মেয়ে-জামাইসহ অটোরিকশা করে রংপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ভোটমারী ফিলিং স্টেশন এলাকায় পৌছিলে অটোরিকশার চাকায় ওড়না পেছিয়ে গুরুতর আহত হন রশিদা বেগম। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।