বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে শতভাগ বিদ্যুতায়নের পথে বাংলাদেশ

মামুন বাবু ## নতুন বছর ২০২১ সালের প্রথম দিন পর্যন্ত দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ২৩ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। এই উৎপাদনের মাধ্য দিয়ে শতভাগ বিদ্যুতায়নের পথে আরো এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। সারাদেশের সব ঘরে বিদ্যুতায়নের ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।

এই ঘোষণা আসলে শতভাগ জনপদে বিদ্যুৎ পৌঁছে দেয়া দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। এই তালিকায় ভারত ও পাকিস্তানের মতো দেশও বাংলাদেশের বহু পেছনে পড়ে আছে। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশ এই মাইলফলক স্পর্শ করবে।

দেশে এখন পর্যন্ত ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশিষ্ট ১৭৩টি উপজেলায়ও বিদ্যুৎ চলে গেছে। তবে এসব জায়গায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়ন উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়ার সহায়তা নিয়ে দেশের বিদ্যুৎ খাত পুনর্গঠন করেন। এরই ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে তার হাত ধরেই বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের রেকর্ড করতে চলেছে।

শতভাগ বিদ্যুতায়নের এই লম্বা পথটি বাংলাদেশ পাড়ি দিয়েছে একেবারেই শূন্য থেকে। ১৯৭১ সালে স্বাধীন হওয়া বাংলাদেশে বলতে গেলে বিদ্যুৎ বলতে তেমন কিছুই ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা নিয়ে এর উৎপাদন শুরু করেন। সেটিই এখন ৩০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছে।

বিদ্যুৎ বিতরণকারী সংস্থা আরইবির তথ্য মতে, তাদের গ্রিডভুক্ত ৪৬১টি উপজেলা এখন পর্যন্ত পুরোপুরি বিদ্যুৎ পেয়েছে। অফগ্রিডে থাকা পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুতায়নের কাজ চলছে। এসব এলাকাসহ এখন দেশে ১৪০টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এছাড়াও আরো কয়েকটি কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে শতভাগ বিদ্যুতায়নের পথে বাংলাদেশ

প্রকাশের সময় : ১২:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১

মামুন বাবু ## নতুন বছর ২০২১ সালের প্রথম দিন পর্যন্ত দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ২৩ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। এই উৎপাদনের মাধ্য দিয়ে শতভাগ বিদ্যুতায়নের পথে আরো এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। সারাদেশের সব ঘরে বিদ্যুতায়নের ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।

এই ঘোষণা আসলে শতভাগ জনপদে বিদ্যুৎ পৌঁছে দেয়া দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হতে যাচ্ছে বাংলাদেশ। এই তালিকায় ভারত ও পাকিস্তানের মতো দেশও বাংলাদেশের বহু পেছনে পড়ে আছে। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার আগেই বাংলাদেশ এই মাইলফলক স্পর্শ করবে।

দেশে এখন পর্যন্ত ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশিষ্ট ১৭৩টি উপজেলায়ও বিদ্যুৎ চলে গেছে। তবে এসব জায়গায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুতায়ন উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাশিয়ার সহায়তা নিয়ে দেশের বিদ্যুৎ খাত পুনর্গঠন করেন। এরই ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে তার হাত ধরেই বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নের রেকর্ড করতে চলেছে।

শতভাগ বিদ্যুতায়নের এই লম্বা পথটি বাংলাদেশ পাড়ি দিয়েছে একেবারেই শূন্য থেকে। ১৯৭১ সালে স্বাধীন হওয়া বাংলাদেশে বলতে গেলে বিদ্যুৎ বলতে তেমন কিছুই ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা নিয়ে এর উৎপাদন শুরু করেন। সেটিই এখন ৩০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছে।

বিদ্যুৎ বিতরণকারী সংস্থা আরইবির তথ্য মতে, তাদের গ্রিডভুক্ত ৪৬১টি উপজেলা এখন পর্যন্ত পুরোপুরি বিদ্যুৎ পেয়েছে। অফগ্রিডে থাকা পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুতায়নের কাজ চলছে। এসব এলাকাসহ এখন দেশে ১৪০টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এছাড়াও আরো কয়েকটি কেন্দ্র নির্মাণাধীন রয়েছে।