
শেখ ইন্তাজুর রহমান মুকুল ## যশোরের শার্শার বাগআঁচড়া থেকে মঙ্গলবার (০৫জানুয়ারী) বিকালে টেংরা মোড় এলাকা থেকে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ আইনজীবী মিজানুর রহমান বিপ্লব (৪৬)নামে এক আইনজীবীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
সে যশোর কোতয়ালী থানার আব্দুল হালিম রোডে ষ্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে ও যশোর জজ কোর্টের একজন আইনজীবী বলে পুলিশ নিশ্চিত করেছেন।
শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন অ্যাডভোকেট মিজানুর রহমান বিপ্লব নামে এক আইনজীবী ফেন্সিডিল নিয়ে মটরসাইকেল যোগে যশোরের দিকে যাবে।
এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল ও একটি ভেসপা মোটর সাইকেল সহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।