সাজ্জাদুল ইসলাম সৌরভ ## বুধবার নয়, বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল কর্তৃপক্ষকে নিজেই এই অনুরোধ করেন সৌরভ।
বুধবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো সমস্ত ব্যবস্থাও সেরে ফেলেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর ডিসচার্জ সার্টিফিকেটও লেখা হয়ে গিয়েছিল। এমনকি, হাসপাতাল থেকে তাঁর বেহালার বাড়ি পর্যন্ত পুলিশি প্রহরার বন্দোবস্তও করা হয়েছিল। তবে একেবারে শেষ মুহূর্তে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত বদল করেন সৌরভ। বুধবার সকাল ১১টা নাগাদ সৌরভের এই সিদ্ধান্তের কথা জানান দক্ষিণ কলকাতার ওই হাসপাতালের সিইও রূপালি বসু।
সৌরভের ছাড়া পাওয়ার খবরে বুধবার সকাল থেকেই হাসপাতালের বাইরে সৌরভ-ভক্তদের ভিড় উপচে পড়েছে। বেশির ভাগই কমবয়সি। তাঁদের হাতে প্ল্যাকার্ড, ‘কামব্যাক দাদা’! একই ছবি ধরা পড়েছে সৌরভের বাড়ির সামনেও। প্ল্যাকার্ড নিয়ে ভক্তদের দেখা গিয়েছে তাঁর বেহালা চৌরাস্তার বাড়িতেও।