যশোর ব্যুরো ##
যশোরের মনিরামপুর উপজেলায় এক চা দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) সকালে উপজেলার খালিয়া গ্রামের ঈদগাহের সামনে রাস্তার পাশ থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
নিহত চা দোকানির নাম জালাল বিশ্বাস(৫৫)। তিনি মনিরামপুর উপজেলার খলিয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার খালিয়া গ্রামের মোড়ে জালাল বিশ্বাসের একটি চায়ের দোকান রয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সেখানে চা বিক্রি করেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন। সকাল সাড়ে ৬ টার দিকে তিনি গ্রামের ঈদগাহের সামনে পৌঁছালে। এ সময় পিছন থেকে কে বা কারা তাঁকে মাথায় আঘাত করে পালিয়ে যান। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে মরদেহ রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।
সকালে খেজুরের রস সংগ্রহ করতে যাওয়ার সময় একব্যক্তি রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি গ্রামবাসীদের কয়েকজনকে জাানান। পরে পুলিশে খবর দেওয়া হয়। সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আব্দুল জলিলের স্ত্রী শাহিদা বেগম বলেন, আমার স্বামী প্রতিদিন ভোরে উঠে দোকানে যেতেন। আজও তিনি ভোরে উঠে দোকানে রওয়ানা হন। পরে তাঁর মৃত্যুর খবর পেয়েছি।
মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার ব্যাপারে কিছু জানা যায়নি। আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho