প্রভাষক মামুনুর রশিদ ##
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি রক্ষা, দালালদের দৌরাত্ম্য রোধ ও হয়রানির হাত থেকে মুক্তি দিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে চেক পৌঁছে দিলেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আনম ফয়জুল হক। কোন প্রকার তদবির, সুপারিশ ও উৎকোচ ছাড়াই বাড়িতে বসে নিজের পাওনা টাকার চেক পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের এই চেক পৌঁছে দেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাড়িতে বসে ভূমি অধিগ্রহণের চেক পেয়ে খুশি জমির মালিক ও স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত জমির মালিক খাদেম মনিরুল আলম ও রওশন আরা বেগম বলেন, অধিগ্রহণ করা জমির টাকার জন্য আমাদের অনেক ঘুরতে হতো।
নবাগত জেলা প্রশাসক আনম ফয়জুল হক বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সময় ও অর্থ বাঁচাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক দিচ্ছি। উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণ করা জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিপূরণের চেক দেওয়া অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের কোনো ব্যক্তি এ কাজে অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।