বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ওয়েব সিরিজে প্রসেনজিত্

নজরুল ইসলাম ## পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের ওয়েব সিরিজ ‘স্টারডাস্ট’-এ অভিনয় করতে চলেছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ দিয়ে ওটিটিতে নিজের নাম প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমাদিত্য। কিছুদিন আগেই তাঁর পরিচালনায় অনিল কাপুর এবং অনুরাগ কাশ্যপ অভিনীত ‘একে ভার্সেস একে’ ছবিটিও দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।

ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের গল্প দেখাবে ‘স্টারডাস্ট’। একেবারে সত্যঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। তবে তার মধ্যে খানিকটা ফিকশনও থাকবে। প্রসেনজিতের সঙ্গে এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী অদিতি রায় হায়দারিকে। সিরিজটিকে ৮ থেকে ৯টি পর্বে ভাগ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। এই সিরিজের সঙ্গে যুক্ত রয়েছেন অপারশক্তি খুরানাও। তালিকা এখানেই শেষ হচ্ছে না। শোনা যাচ্ছে, আরও বেশ কিছু নামজাদা অভিনেতা এই সিরিজে অভিনয় করতে চলেছেন।

গত বছরই সিরিজের শ্যুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অতিমারীর কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। চলতি বছরের মার্চ কিংবা এপ্রিল মাস থেকে শ্যুটিং শুরু করার পরিকল্পনা নিয়েছেন নির্মাতারা।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ওয়েব সিরিজে প্রসেনজিত্

প্রকাশের সময় : ১২:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১

নজরুল ইসলাম ## পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের ওয়েব সিরিজ ‘স্টারডাস্ট’-এ অভিনয় করতে চলেছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’ দিয়ে ওটিটিতে নিজের নাম প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমাদিত্য। কিছুদিন আগেই তাঁর পরিচালনায় অনিল কাপুর এবং অনুরাগ কাশ্যপ অভিনীত ‘একে ভার্সেস একে’ ছবিটিও দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।

ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের গল্প দেখাবে ‘স্টারডাস্ট’। একেবারে সত্যঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। তবে তার মধ্যে খানিকটা ফিকশনও থাকবে। প্রসেনজিতের সঙ্গে এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী অদিতি রায় হায়দারিকে। সিরিজটিকে ৮ থেকে ৯টি পর্বে ভাগ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। এই সিরিজের সঙ্গে যুক্ত রয়েছেন অপারশক্তি খুরানাও। তালিকা এখানেই শেষ হচ্ছে না। শোনা যাচ্ছে, আরও বেশ কিছু নামজাদা অভিনেতা এই সিরিজে অভিনয় করতে চলেছেন।

গত বছরই সিরিজের শ্যুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অতিমারীর কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। চলতি বছরের মার্চ কিংবা এপ্রিল মাস থেকে শ্যুটিং শুরু করার পরিকল্পনা নিয়েছেন নির্মাতারা।