আব্দুল লতিফ ## বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভারতীয় বিএসএফ এক মৈত্রী সাইকেল র্যালি যাত্রার আয়োজন করেছে।
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বেনাপোল-পেট্রাপোল নো-ম্যানসল্যান্ডে বিজিবি-বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাগন জাকজমকপূর্ন একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সাইকেল র্যালির উদ্বোধন করেন।
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর বিজিবির রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসাইন, রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল, নোডাল অফিসার লে. কর্নেল কবির হোসাইন, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোঃ সেলিম রেজা সহ আর ও অনেকে।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের এডিজি শ্রী পন্কোজ কুমার, ডিআইজি কুমার তেতে, শ্রী অশ্বিনি কুমারসহ আরও অনেকে।