নাজিমউদ্দীন রাব্বি ## নড়াইলের আউড়িয়ায় স্ত্রী নার্গিস বেগমকে (৪০) হত্যার দায়ে স্বামী এনায়েত মোল্যাকে (৪৮) ফাঁসির রায় দিয়েছেন আদালত। নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ রায় দেন।
রায়ে ফাঁসির আদেশ ছাড়াও এক লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অত্র জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে এনায়েত। রায় ঘোষণার সময় এনায়েত আদালতে উপস্থিত ছিল।
মামলার সূত্র থেকে জানা যায়, এনায়েত মোল্যা সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীসহ শ্বশুরবাড়িতে থাকত। স্বামী এনায়েত যৌতুকের দাবিতে স্ত্রী নারগিসকে প্রায়ই মারধর করত। এরই জের ধরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে শ্বশুরবাড়িতে স্ত্রীকে মারধর করে হত্যার পর গলায় শাড়ি পেঁচিয়ে আমগাছে ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় নিহতের বোন পারভীন খাতুন বাদী হয়ে এনায়েত মোল্যার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। সোমবার সকাল ১০টার দিকে নিহত নার্গিস হত্যা মামলার আসামি এনায়েত মোল্যাকে নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মশিউর রহমান ফাঁসির আদেশ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho