স্টাফ রিপোর্টার ## ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের টুইটার প্রোফাইলে কী ধরনের খবর থাকবে? অর্থনীতি, বাজার কিংবা শেয়ার সম্পর্কিত তাই তো! তার বদলে মৌনি রায়ের উষ্ণতা ছড়ানো ছবিও থাকতে পারে। হ্যাঁ, এমনটাই ঘটেছে সম্প্রতি। বছরের শুরুতেই সাহসী মেজাজে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন মৌনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছিলেন একাধিক ছবি।
এই ছবিগুলিই শনিবার দুপুরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের টুইটার প্রোফাইলে শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, “শনিবারের উত্তাপ বাড়িয়ে মৌনি রায়ের ব্রেথটেকিং লুক।” ‘সেক্সি ডিভা’ হ্যাশট্যাগও ক্যাপশনে ব্যবহার করা হয়। কিছুক্ষণের মধ্যে অবশ্য পোস্টটি ডিলিট করে দেওয়া হয়।
কিন্তু ততক্ষণে স্ক্রিনশট নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। পরে টুইটারে সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে লেখা হয়, “বেলা ১২.২৫ নাগাদ হ্যান্ডেল থেকে অপ্রাসঙ্গিক পোস্ট করা হয়েছে। যে এজেন্সির টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেল করছিল তাদের কোনও কর্মী এই ভুল করেছেন। অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি। এর জন্য ফলোয়ার্সদের কাছে আমরা ভীষণভাবে ক্ষমাপ্রার্থী।”
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই ক্ষমা চাওয়ার টুইটের প্রেক্ষিতেই রসিকতায় মেতেছেন নেটিজেরা। কেউ লিখেছেন টুইটার অ্যাকাউন্ট যিনি হ্যান্ডেল করছিলেন শনিবার বোধহয় ২ পেগ বেশি খেয়ে ফেলেছিলেন।”। কেউ আবার লেখেন, “কোনও অসুবিধা নেই স্যার, পোস্ট দেখে মজাই পেয়েছি আর উষ্ণতাও বেশি ছিল।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho