ইমরান হোসেন আশা ## মাস খানেকের ব্যবধানে দেশে বেড়েছে, এলপি গ্যাসের দাম। বাসাবাড়িতে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া, ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছে, ১০০ থেকে ১৫০ টাকা। অপারেটররা বলছেন, আন্তর্জাতিক বাজারে গত ছয় মাসে পণ্যটির কাঁচামালের দাম বাড়ায়, প্রভাব পড়ছে দেশে।
জানা গেছে, মাসখানেকের ব্যবধানে ১২ কেজি ওজনের একেকটি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছেে এক থেকে দেড়শ টাকা। গেলো মাসেই যে সিলিন্ডার বিক্রি হয়েছে ৮৫০-৯০০ টাকায় সেটিই এখন হাজার টাকা। আর ৭৭৫ টাকার সিলিন্ডারের দাম ঠেকেছে ৯০০ টাকায়। ফলে বাসাবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই এই বাড়তি খরচের ধাক্কায় নাকাল সাধারণ মানুষ।
খাত সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গত ছয় মাসে কাঁচামালের দাম কয়েক দফায় প্রায় ২০০ ডলার বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারের তথ্য বিশ্লেষনে দেখা যায়, গেলো ৬ মাস ধরেই বাড়ছে এলপিজির দাম। জুলাইতে বিউটেন এবং প্রোপেনের সংমিশ্রণে তৈরি যে এলপিজির দাম ছিলো প্রতিটন ৩৪৬ ডলার, তাই বাড়তে বাড়তে জানুয়ারিতে এসে দাঁড়িয়েছে ৫৩৬ ডলারে।
দেশে ব্যবহৃত মোট এলপি গ্যাসের ৯৬ শতাংশই আমদানি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho