ড.সারিয়া সুলতানা,কুষ্টিয়া ব্যুরো ## কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার ৬টি অবৈধ ইটভাটা থেকে ১৮ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমানণ আদালত।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পক্ষ থেকে সহকারী পরিচালক কমল কুমার বর্মণ উপস্থিত ছিলেন।
এ সময় দৌলতপুরের সোনাইকান্দির বিএইচএন ব্রিকসকে ৫ লাখ টাকা, সরুপপুরের এনবিসি ব্রিকসকে ৩ লাখ টাকা, এসবিসি ব্রিকসকে ৩ লাখ টাকা, ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়ার এসএমএস ব্রিকসকে ৩ লাখ টাকা, এএইচএম ব্রিকসকে ২ লাখ টাকা ও কেএবি ব্রিকসকে ২লাখ টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়া র্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। তবে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, এটা সতর্ক করা হলো। এরপরেও যদি এইসব ইটভাটা নিয়ম না মেনে পরিচালিত হয়, তবে উচ্ছেদ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho