প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২১, ৬:৩১ পি.এম
বেনাপোলে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

নজরুল ইসলাম ## বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে মনির হোসেন নামে এক ভূয়া সিআইডি অফিসারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে চেকপোস্ট কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় তাকে আটক করা হয়। সে ঢাকা গুলশান-২ ব্লক বাড়ি নং ৬৩, আনোয়ারা মঞ্জিল এলাকার বাসিন্দা বলে সে পুলিশকে জানিয়েছে। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছে তার বাড়ি সাতক্ষীরা জেলার সদর থানার কাঠিয়া গ্রামের দেব প্রসাদ মিত্রের ছেলে রিন্টু মিত্র।
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, আটক মনির হোসেন ইমিগ্রেশন অফিসে ঢুকে কাস্টমস কর্মকর্তার সামনে ভারত থেকে ফিরে আসা এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে ধমকের সহিত জিজ্ঞাসা করেন আপনার কাছ থেকে কাস্টমস কর্মকর্তা কতো টাকা নিয়েছে।
তাৎক্ষণিক কাস্টমস কর্মকর্তা তার পরিচয় জানতে চাইলে সে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেয়। কাস্টমস কর্মকর্তা এআরও সাইফুল ইসলামের সন্দেহ হলে তার পরিচয় পত্র দেখতে চাইলে ইমিগ্রেশন পুলিশের কাছে নিয়ে গেলে তার পরিচয় পত্র ভুয়া বলে দাবী করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার আসল নাম রিন্টু মিত্র (৪৫) ,পিতা মৃত দেবপ্রসাদ মিত্র সাতক্ষীরা সদরে কাঠিয়া গ্রামে বলে জানা গেছে।
তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho