
ঢাকা ব্যুরো ## প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশে সফলভাবে করোনাভাইরাসের সংক্রমণ সফলভাবে নিয়ন্ত্রণ করায়, এর প্রশংসা করে চিঠি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেখানে এই অতিমারি মোকাবেলায় নেতৃত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাকে বিশেষভাবে সাধুবাদ জানানো হয়েছে।
করোনা সংক্রমণ প্রতিরোধের মতো ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিতেও বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদ জানিয়ে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সম্প্রতি দেয়া এই চিঠিতে সংস্থাটি আরো জানায়, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের চমকপ্রদ পদক্ষেপে জাতিসংঘসহ বিশ্বের নজর কেড়েছে বাংলাদেশ। এছাড়া ভবিষ্যতে করোনা মোকাবেলায় বাংলাদেশকে সার্বিক সহযোগিতার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।