যশোর ব্যুরো ## ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) যশোর জেলা শাখার উদ্যোগে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার বিকেল চারটায় আইডিইবি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইডিইবি যশোর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এসএম আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সভাপতি সাজেদ রহমান বকুল।
স্বাগত বক্তব্য রাখেন, আইডিইবি যশোরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। আরও বক্তৃতা করেন জেইউজের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন।
আলোচনা শেষে আইডিইবি নেতৃবৃন্দ ও অতিথিরা জেইউজের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহসভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, যুগ্ম সম্পাদক তবিবর রহমান, কোষাধ্যক্ষ স্বপ্না দেবনাথ, সদস্য ডিএইচ দিলশান ও রিপন হোসেনকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি স্মারক উপহার প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিইবি যশোর শাখার সহসভাপতি শহিদুল হক বাদল, দপ্তর সম্পাদক সাইদুর রহমান শান্ত, সহযোগী সদস্য সিরাজুল ইসলাম, কামরুজ্জামান, সৈয়দ আব্দুল মতিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho