সেলিম হোসেন আশা ## বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
ষষ্ঠ মৃতুবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পার্ঘ অর্পণ, কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কদ্দুস, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকী, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর, ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহ্ মোহাম্মদ নেসারুল হক, জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা, সিনিয়র সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ।
মহানগর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ জি এম শামসুল হক, শামমীম পারভেজ, মোহম্মদপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হাফিজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডি জেড এম হাসান বিন সোহাগ প্রমুখ।
জানা গেছে, আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
এ সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। সে সময় বেগম খালেদা জিয়ার ডাকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ ও দফায় দফায় হরতাল কর্মসূচি পালন করছিল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। সেই হরতাল অবরোধের মধ্যেই আরাফাত রহমান কোকোর মরদেহ ঢাকায় এনে যথাযোগ্য মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho