আব্দুল লতিফ ## ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় মঙ্গলবার রাতে ওয়েস্ট ব্রমউইচকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। এ জয়ের মাধ্যমে নগর প্রতিদ্বন্দী ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচের প্রথম থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে অনেকটা কোণঠাসা করে ফেলে ম্যানচেস্টার সিটি। দারুণ ছন্দে থাকা গিনদোয়ান ষষ্ঠ মিনিটে গোল উৎসবের শুরু করেন। জোয়াও কানসেলোর ক্রস ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো উঁচু শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার।
২০তম মিনিটে বের্নার্দো সিলভার কাটব্যাক বক্সের মুখে ধরে অনেকটা একইরকম শটে ব্যবধান দ্বিগুণ করেন কানসেলো। ৩০তম মিনিটে বক্সের মধ্যে থেকে ঠান্ডা মাথায় নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন গিনদোয়ান।
বিরতির ঠিক আগে ব্যবধান আরও বাড়িয়ে জয়টাই যেন নিশ্চিত করে ফেলেন রিয়াদ মাহরেজ। ৫৭তম মিনিটে ওয়েস্ট ব্রমউইচের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রাহিম স্টার্লিং।
এরপর আর কোনো গোল না হওয়ায় ৫-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।
১৯ ম্যাচে পয়েন্ট ৪১ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যান সিটি। দুইয়ে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪০। তিন নম্বরে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩৮।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho