বাবলুর রহমান ## আগামীকাল সোমবারের মধ্যে দেশের সব জেলায় করোনাভাইরাসের টিকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। এছাড়া ৪ ফেব্রুয়ারির মধ্যে সুরক্ষা অ্যাপ দিয়ে স্মার্টফোনে টিকা নেয়ার জন্য নিবন্ধন করা যাবে বলেও জানান তিনি।
রবিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে মহাপরিচালক এসব কথা জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, টিকা প্রয়োগের সব সরঞ্জামও প্রস্তুত আছে।
মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান- নিপসমে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে গুগল প্লে স্টোরের মাধ্যমে টিকা প্রত্যাশীরা মোবাইল অ্যাপে নিবন্ধন করতে পারবেন। এখন পর্যন্ত পনেরো হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদেরকে উপজেলা পর্যায়ে সহায়তা করবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীরা। মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে প্রচার প্রচারণাও চলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী মাসে দেশে আসবে কেনা টিকার দ্বিতীয় চালান।
জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করার লক্ষ্যে ইতোমধ্যে দেশের অর্ধেকের বেশি জেলায় টিকা পৌঁছে গেছে। শুক্রবার পর্যন্ত গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো কারখানায় রাখা করোনাভাইরাসের ২৬ লাখ টিকা নির্ধারিত জেলায় পাঠানো শুরু করে ওষুধ প্রশাসন। এ পর্যন্ত ২৬ জেলায় পৌঁছেছে টিকা।
আগামী ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও টিকা নেবেন। একই সময়ে সারা দেশে টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে।
যে ৩৬টি জেলায় পৌঁছেছে করোনার টিকা সেগুলো হলো- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho