নাজমা খাতুন ## খারাপ বাবা-মা, খারাপ সমাজ, খারাপ জিন আর না জানি কত কথা৷ ছোটদের আচরণে (Child Psychology) বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য ধেয়ে আসে৷ কয়েক দশক আগে চার মনোবিজ্ঞানী বিকাশের উপর একটি গবেষণা শুরু করেন৷ প্রকৃতি বনাম প্রতিপালনের বদলে তাঁরা জোর দেন কী ভাবে শিশুরা (psychology of a child) বছরের পর বছর ধরে বেড়ে উঠেছে তার উপরে৷
জে বেলস্কি, অ্যাভশালম ক্যাস্পি, টেরি মফিট এবং রিচি পলটন তাদের গবেষণা ‘দ্য ওরিজিনস অব ইউ’-তে উত্তেজক বিষয় তুলে ধরেছেন৷ ডেভলপমেন্ট রিসার্চাররা স্বীকার করেছেন যে, একাধিক ব্যক্তিগত এবং সামাজিক কারণগুলি সারা জীবনের উপর প্রভাব ফেলে৷ কোনও একটি কারণ দর্শিয়ে বলা সম্ভব নয় যে, কেন একজন ব্যক্তি অপরাধের জীবন বেছে নিল এবং অপর একজন কলেজে গিয়ে অসাধারণ সাফল্য অর্জন করল৷ জীবনের ঘটনা এবং এলোমেলো পরিস্থিতি বাচ্চাদের মনে বিভিন্ন দিক থেকে প্রভাব ফেলতে পারে৷
কেবলমাত্র প্রত্যাশিত বিষয়গুলিই শৈশব(flourishing kids ideas) থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার পথ আলোকিত করতে পারে৷ কাস্পি, মফিট এবং পুলটন নিউজিল্যান্ডের ডিউনেডিন শহরে জন্ম থেকে ৩৮ বছর বয়সী ১০০০ জন বাসিন্দার উপর একটি সমীক্ষা চালায়৷ মফিট এবং ক্যাস্পির শুরু করা ওই গবেষণায় অংশ নেয় ১ হাজারেরও বেশি ৫ থেকে ১৮ বছরের ব্রিটিশ যমজ৷ অপর একটি গবেষণায় আমেরিকার ১৫ বছর পর্যন্ত ১,৩০০ জন শিশুর উপর সমীক্ষা চালানো হয়৷
এই গবেষণায় দেখা গিয়েছে শৈশবের নির্দিষ্ট কিছু স্বভাব কিশোর বয়সের ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলতে পারে৷ ৩ বছর বয়সে যে সকল বাচ্চারা নিয়ন্ত্রণহীন, খিটখিটে এবং বিচ্ছিন্ন স্বভাবের বলে মনে হয়েছে, ১৮ বছর বয়সে গিয়ে তারা অত্যন্ত আবেগ প্রবণ এবং বিপদ অণ্বেষণকারী হয়ে উঠেছে৷ আবার ৩ বছর বয়সে যারা লাদুক, ভীত এবং প্রতিক্রিয়াহীন ছিল, তারা বড় হয়ে অনেক বেশি সংযত হয়েছে৷
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho