মোস্তাফিজুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি ##
আগামী ১৪ ফ্রেবরুয়ারি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে লালমনিরহাট ও পাটগ্রাম উপজেলার দুই স্বতন্ত্র মেয়র পদপ্রার্থীকে যুবলীগ ও আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হচ্ছেন লালমনিরহাট জেলা আওয়ামী যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপন ও পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ। উভয়েই স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত বুধবার (৩ ফেব্রুয়ারি)লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদের বহিষ্কারপত্রে স্বাক্ষর করেন। এ চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পাটগ্রাম পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কাজী আসাদুজ্জামান আসাদকে বহিষ্কার করা হলো।
এর আগে পাটগ্রাম উপজেলা আ"লীগের পক্ষ থেকে গত ৩০ জানুয়ারি তাকে শোকজ করা হয়। ওই শোকজের কোনও জবাব দেননি কাজী আসাদ।লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি বলেন, দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। সেখানে দলীয় নৌকা প্রতীকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে পাটগ্রাম পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ ও রেজাউল করিম স্বপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে কাজী আসাদুজ্জামান আসাদ কোনও মন্তব্য করতে রাজি হয়নি। অপরদিকে, লালমনিরহাট জেলা আওয়ামী যুবলীগ দলের অর্থবিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপকে একই অভিযোগে গত ৩০ জানুয়ারি শোকজের পর বহিষ্কার করেন।জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সিদ্ধান্তের অংশ হিসেবে আমরা জেলা আওয়ামী যুবলীগ বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম স্বপনকে অর্থবিষয়ক সম্পাদকসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে ।বহিষ্কার বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম স্বপন মন্তব্য করেন নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho