মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ

মামুন বাবু ## অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। চার বিরতি থেকে ফিরে প্রথম ওভারেই এনক্রুমাহ বোনারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললেন তাইজুল ইসলাম। ফেরার আগে ৮৬ রান করেছেন তিনি। বোনার ফিরলেও টিকে আছেন সেঞ্চুরি করা ব্যাটসম্যান কাইল মায়ার্স। দিনের প্রথম দুই সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। মায়ার্স ও বোনার মিলে ২১৬ রানের জুটি গড়েন।

চট্টগ্রাম টেস্টে শেষ দিন ৩৯৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৪ উইকেটে ২৭৭ রান।

গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৩০ রান করে অলআউট হয়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করেছিলেন। ১০৩ রান করে আউট হয়েছিলেন এই ব্যাটসম্যান।

পরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ২৫৯ রান করে অলআউট হয়। সফরকারী দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন ক্রেইগ ব্র্যাথওয়েট। বল হাতে মিরাজ ৪টি উইকেট নিয়েছিলেন ৪টি উইকেট।

এরপর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৩ রান করে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংস শেষে বাংলাদেশ ১৭১ রানের লিডে ছিল। তাই জয়ের জন্য ক্যারিবীয়দের সামনে টার্গেট দাঁড়ায় ৩৯৫ রান।

গত এই টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১১০ রান করে দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

 

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

শেফালীর মৃত্যুতে ভয় পাচ্ছেন অভিনেত্রী

অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ

প্রকাশের সময় : ০২:৪৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

মামুন বাবু ## অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। চার বিরতি থেকে ফিরে প্রথম ওভারেই এনক্রুমাহ বোনারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেললেন তাইজুল ইসলাম। ফেরার আগে ৮৬ রান করেছেন তিনি। বোনার ফিরলেও টিকে আছেন সেঞ্চুরি করা ব্যাটসম্যান কাইল মায়ার্স। দিনের প্রথম দুই সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। মায়ার্স ও বোনার মিলে ২১৬ রানের জুটি গড়েন।

চট্টগ্রাম টেস্টে শেষ দিন ৩৯৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৪ উইকেটে ২৭৭ রান।

গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৩০ রান করে অলআউট হয়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করেছিলেন। ১০৩ রান করে আউট হয়েছিলেন এই ব্যাটসম্যান।

পরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ২৫৯ রান করে অলআউট হয়। সফরকারী দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন ক্রেইগ ব্র্যাথওয়েট। বল হাতে মিরাজ ৪টি উইকেট নিয়েছিলেন ৪টি উইকেট।

এরপর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৩ রান করে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংস শেষে বাংলাদেশ ১৭১ রানের লিডে ছিল। তাই জয়ের জন্য ক্যারিবীয়দের সামনে টার্গেট দাঁড়ায় ৩৯৫ রান।

গত এই টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১১০ রান করে দিনের খেলা শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।