ড.সারিয়া সুলতানা, কুষ্টিয়া ব্যুরো ##
সারাদেশে টিকাদান কর্মসূচির শুরুর দিনে কুষ্টিয়ায় প্রথম টিকা নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য।
রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হানিফ নিজে টিকা নেয়ার মাধ্যমে জেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এস এম মুসতানজীদসহ কয়েকজন টিকা নেন।
টিকা নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হানিফ বলেন, ‘আমি তো হাসতে হাসতে টিকা নিলাম। টিকা যে নিলাম, সেটা টেরই পেলাম না। বসে আছি, কোনো সমস্যা হচ্ছে না।’ টিকা নিয়ে কোনো অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘একটি গোষ্ঠী প্রথম থেকেই অপপ্রচার চালাচ্ছে। জেলাবাসী, তথা দেশবাসীকে বলব, সরকারি নির্দেশনা মেনে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিন এবং টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করুন।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho