প্রভাষক মামুনুর রশিদ ##
সপ্তাহের প্রথম কাযদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় পতনের মাধ্যমে কমেছে ৬০ শতাংশ বা ২২১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। বেড়েছে ১২ শতাংশ বা ৪৫টি কোম্পানির শেযার ও ইউনেটর দর। দর বৃদ্ধির পাওয়া ৪৫টি কোম্পানির মধ্যে ২৬টি বা ৫৭ শতাংশ কোম্পানিই বিমা খাতের। এরই মধ্য দিয়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিমা খাত।
ডিএসই সূত্রে জানা গেছে, শুধু বিমা খাতে ৫৪ শতাংশ বা ২৬টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। দর কমেছে ৩৫ শতাংশ বা ১৭টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১০ শতাংশ বা পাঁচটি কোম্পানির শেয়ারের দর।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, দর বৃদ্ধি পাওয়া বাকি ১৯ টি কোম্পানির মধ্যে বস্ত্র, ওষুধ ও রসায়ন খাতে রয়েছে চারটি করে কোম্পানি, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং প্রকৌশল খাতে রয়েছে দুটি করে কোম্পানি, বিবিধ, খাদ্য এবং আনুষাঙ্গিক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, আইটি, মিউচ্যুয়াল ফান্ড এবং ট্যানারি খাতে একটি করে কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।
এছাড়াও, দর বৃদ্ধি পায়নি আটটি খাতের কোনো কোম্পানির শেয়ার ও ইউনিটের। তবে এর মধ্যে টেলিকমিনিউকেশন ও সিমেন্ট খাতের সবগুলো কোম্পানির শেযারের দর কমেছ। বাকি খাতগুলোর মধ্যে কিছু কোম্পানির শেয়ারের দর কমলেও অপরিবর্তিত রয়েছে বেশ কিছু কোম্পানির শেয়ারের দর।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho