আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো ##
সাতক্ষীরায় বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান ভুট্টো নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ৯টায় সাতক্ষীরা শহরের আমতলা সংলগ্ন অফিসার্স কোয়াটারের সামনে দুর্ঘটনাটি ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, অফিসার্স কোয়াটার এলাকায় বিদ্যুতের লাইন মেরামত করতে ওঠেন হাবিবুর রহমান। বিদ্যুতের খুঁটিতে ওঠার আগে স্থানীয় দোকানদারদের কাছে বিদ্যুৎ আছে কি না জানতে চাইলে তারা নিশ্চিত করেন বিদ্যুৎ নেই। পরে খুঁটিতে উঠে তার স্পর্শ করা মাত্রই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
এসময় তার পোড়া মরদেহ তারেই ঝুলছিল। প্রতক্ষদর্শীরা আরও জানান, কাটিয়া ফিডার বন্ধ করা হয়েছিল। একই স্থানে জেলখানা ফিডারে বিদ্যুৎ ছিলো।
জানা গেছে, নিহত হাবিবুর রহমান ভুট্টো গাইবান্ধা জেলার দামোদর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
এদিকে, সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক শরীয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বিদ্যুৎকর্মীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho