
মামুন বাবু ## সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের বড় উত্থানে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৩শ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৪৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১৩ পয়েন্টে।
বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন ছাড়ায় ৩৪৮ কোটি ৮৭ লাখ ৯৯ হাজার টাকা।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮২টি কোম্পানির। দর কমেছে ৫০টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির দর।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। বুধবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৪টির। কমছে ৩৮টির। আর দর অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির।
আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ৫০ লাখ ১২ হাজার ১৬৫ টাকা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho