প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২১, ১:৩৮ পি.এম
লালমনিরহাট পৌরসভার নির্বাচনী কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট শহরের নয়ারহাট এলাকার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ও লালমনিরহাট পৌরসভা নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ভাঙ্গচুর ও অগ্নীসংযোগ।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌরসভাটির নয়ারহাট এলাকার নির্বাচনী কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে।৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বিলু জানায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে কে বা কাহারা লালমনিরহাটে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিস ও লালমনিরহাট পৌরসভার নির্বাচনী কার্যালয়ের আসবাপপত্র বাইরে বের করে মুখোশধারী কয়েকজন অজ্ঞাত ব্যাক্তি ভাঙ্গচুর ও পরে অগ্নিসংযোগ করে স্লোগান দিতে দিতে স্থান ত্যাগ করে।তারা অফিসের চেয়ার টেবিল ভাঙ্চুর করেছে। পরবর্তীতে তারা ঘরের আসবাপপত্র বাইরে নিয়ে আগুণ ধরিয়ে দিয়ে নৌকার যারা ভোট দিবে জলবে আগুণ ঘরে ঘরে এবং তাদেরকে চিহ্নিত করে পরবর্তীতে দেখে নেয়ারও হুমকী দিয়ে চলে যায়।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।লালমনিরহাট পৌরসভার আলীগের মনোনিত প্রার্থী মোফাজ্জল হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। সেখানে জেলার নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন। তবে ঘটনাটি দুঃখ জনক। কারন নির্বাচনের পরিবেশ অনেক ভাল। কিছু হটকারী লোকজন ঘটনাটি ঘটাতে পারে নির্বাচনের নষ্ট করার জন্য।লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থে আমরা পুলিশের অতিরিক্ত টহল টীম জোরদার করেছি। এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho