শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

নতুন স্মার্টফোন আনছে লেনোভো

বাবলুর রহমান ## দীর্ঘদিন পর বাজারে নতুন স্মার্টফোন আনছে লেনোভো। আপকামিং ফোনের মডেল লেনোভো কে১৩। সম্প্রতি অনলাইনে এই ফোনটির তথ্য ও ছবি ফাঁস হয়েছে। ফোনটি হবে সাশ্রয়ী দামের।

এই ফোনটি আসলে মটো ই৭আই পাওয়ারের রিব্র্যান্ডেড ভার্সন। অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে ফোনটি বাজারে আসবে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, লেনোভো কে১৩ মডেলে ৪জি এলটিই কানেকটিভি থাকছে।

টিপস্টার সুধাংশু এই ফোনের যে ছবিটি শেয়ার করেছেন, সেখান থেকে পরিষ্কার মূলত নীল এবং লাল এই দুই রঙেই লঞ্চ করতে পারে লেনোভো কে১৩। ফোনের রিয়ার প্যানেলে একটি ভার্টিকল ডিজাইন নজরে এসেছে। সেখানেই এলইডি ফ্ল্যাশের সঙ্গে তিনটি ক্যামেরা থাকবে। অর্থাৎ ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের হতে চলেছে। স্পিকার গ্রিল দেওয়া হয়েছে ব্যাক প্যানেলের ঠিক নিচে, যেখানে লেনোভো ব্র্যান্ডিং রয়েছে। রিয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের এই হ্যান্ডসেটের ডানদিকে পাওয়ার, ভলিউম, গুগল অ্যাসিস্টান্ট বাটন থাকছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

নতুন স্মার্টফোন আনছে লেনোভো

প্রকাশের সময় : ১২:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

বাবলুর রহমান ## দীর্ঘদিন পর বাজারে নতুন স্মার্টফোন আনছে লেনোভো। আপকামিং ফোনের মডেল লেনোভো কে১৩। সম্প্রতি অনলাইনে এই ফোনটির তথ্য ও ছবি ফাঁস হয়েছে। ফোনটি হবে সাশ্রয়ী দামের।

এই ফোনটি আসলে মটো ই৭আই পাওয়ারের রিব্র্যান্ডেড ভার্সন। অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে ফোনটি বাজারে আসবে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, লেনোভো কে১৩ মডেলে ৪জি এলটিই কানেকটিভি থাকছে।

টিপস্টার সুধাংশু এই ফোনের যে ছবিটি শেয়ার করেছেন, সেখান থেকে পরিষ্কার মূলত নীল এবং লাল এই দুই রঙেই লঞ্চ করতে পারে লেনোভো কে১৩। ফোনের রিয়ার প্যানেলে একটি ভার্টিকল ডিজাইন নজরে এসেছে। সেখানেই এলইডি ফ্ল্যাশের সঙ্গে তিনটি ক্যামেরা থাকবে। অর্থাৎ ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের হতে চলেছে। স্পিকার গ্রিল দেওয়া হয়েছে ব্যাক প্যানেলের ঠিক নিচে, যেখানে লেনোভো ব্র্যান্ডিং রয়েছে। রিয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের এই হ্যান্ডসেটের ডানদিকে পাওয়ার, ভলিউম, গুগল অ্যাসিস্টান্ট বাটন থাকছে।