প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২১, ৪:৫০ পি.এম
কলারোয়ায় করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনা সভা

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো ## কলারোয়ার যুগিখালি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যে কামারালী মাদ্রাসা চত্বরে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুগিখালী ইউনিয়ন আ’লীগ’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন মাস্টার। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, নব-নির্বাচিত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু ,উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল।
সভাটি যুগিখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের পরিচালনায় অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহিলা আ’লীগ নেত্রী বিশাখা সাহা, আ’লীগ নেতা আব্দুস সালাম, আবু বক্কর ছিদ্দিক লাভলু, শ্রমিকলীগ নেতা আব্দুর রহিম, আ’লীগ নেতা পবিত্র সাহা, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, যুবলীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটনসহ ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
বক্তারা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন দপ্তরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আ’লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho