
স্টাফ রিপোর্টার ## লকডাউনে বাড়িতে বসে কয়েক কেজি ওজন কমিয়ে আরও স্লিম হয়েছেন ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। নতুন রূপে আরও মোহনীয় হয়ে উঠেছেন এই বিগ বসজয়ী অভিনেত্রী। আগে কেমন ছিলেন আর এখন কেমন হয়েছেন সেই ফারাক বোঝাতে শ্বেতা দুটো ছবিই পাশাপাশি দিয়েছেন।
ওজন কমানো প্রসঙ্গে শ্বেতা বলেন, তিনি বাকি সব ছেড়ে সম্পূর্ণ মনোনিবেশ করেছিলেন এই ওজন কমানোর প্রক্রিয়াতে। সেই সঙ্গে বাড়িয়েছেন সংযম।
আরও পড়ুন>>> নেটিজেনদের মনে আগুন, টলি অভিনেত্রীর ফটো অ্যালবাম
শুধু ওজন কমিয়েছেন তা নয়, অ্যাবসও বানিয়েছেন শ্বেতা। শ্বেতা জানান, আমার ট্রেনার, ডায়াটেশিয়ান যেভাবে পরামর্শ দিয়েছিলেন তাই আমি মেনে চলতাম সকাল থেকে সন্ধ্যা।