
করোনা মহামারির কারণে অনলাইনে আয়োজিত এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ, হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ, হেড অব কর্পোরেট কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেনিবিলিটি আংকিত সুরেকা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান-এর ডেপুটি রেজিস্ট্রার সানাউল করিম চৌধুরী এবং মালাকা মর্জিনা, ইন্টার্নশিপ কোওরডিনেটর, সেন্টার ফর ক্যারিয়ার ডেভলাপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রামস।
এই চুক্তির আওতায় এইউডাব্লিউ-এর শিক্ষার্থীরা বাংলালিংক-এর লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস, ক্যাম্পাস টু কর্পোরেট, ক্যারিয়ার বুটক্যাম্প, ইনোভেটর্স, স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম, অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং ওমেনটরসহ তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে।
মনজুলা মোরশেদ, চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, বাংলালিংক বলেন, ‘আজকের তরুণদের স্বপ্নের পরিধি বৃহৎ হয়েছে এবং তা বাস্তবায়নের ক্ষেত্রে তারা দৃঢ় প্রত্যয়ী। বাংলালিংক সর্বদা বিশ্বাস করে তরুণ প্রজন্মকে সঠিক শেখার প্ল্যাটফর্ম এবং সুযোগ প্রদান করলে তাদের ক্ষমতায়ন প্রতিষ্ঠা সম্ভব। পর্যাপ্ত সুযোগ তাদের সম্ভাবনা অর্জনে সহায়তা করবে এবং আমাদের ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব উপহার দিবে। সমাজে তরুণ ও নারী ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলালিংক-এর নেয়া বেশকিছু যৌথ উদ্যোগের একটি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান-এর সাথে এই চুক্তি। আমি ভীষণ আনন্দিত যে এই উদ্যোগের ফলে অনেক তরুণীর উদীয়মান প্রতিভাকে সমৃদ্ধ পেশাজীবনে রূপান্তর করার সম্ভাবনা তৈরি হয়েছে।’
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান-এর ডেপুটি রেজিস্ট্রার সানাউল কে. চৌধুরী বলেন, ‘বাংলালিংক-এর মতো প্রথম সারির একটি টেলিকম প্রতিষ্ঠানের সাথে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে পেরে এইউডাব্লিউ অনেক আনন্দিত। এইউডাব্লিউ-এর শিক্ষার্থীদের বাংলালিংক-এর মতো মাল্টিন্যাশনাল একটি প্রতিষ্ঠানে ইন্টার্নি হিসেবে কাজ করার জন্য এটি একটি অসাধারণ সুযোগ। এখান থেকে তারা বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন ও দক্ষ পেশাজীবী হিসেবে নিজেদের ক্যারিয়ার শুরু করতে সক্ষম হবে। একইসাথে এটি তাদের পেশা সংক্রান্ত সঠিক জ্ঞান দান করে সমৃদ্ধ করবে।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho