
মৃতের নাম বাবুরালি গাজী(৫৫)। তিনি আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের মুনজিল গাজীর ছেলে।
কাপসন্ডা গ্রামের সোহাগ হোসেন জানান, গত মঙ্গলবার সকালে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া লঞ্চঘাট থেকে ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ভাঙা নামকস্থানে বালি ভর্তির জন্য খালি বস্তা ও শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় কপোতাক্ষের প্রবল স্রোতে চালক আব্দুস সাত্তারসহ ১৪ জন শ্রমিক পানিতে তলিয়ে যায়।
১১ জন শ্রমিক ও ট্রলার চালককে উদ্ধার করা গেলেও সোহাগের বাবা বাবুরালি, পুঁইজালা গ্রামের আব্দুল আজিজ ও বকচরা গ্রামের শফিকুল ইসলাম কপোতাক্ষে ডুবে যায়। এর পরপরই তাদেরকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফিন্স এর ডুবুরি দল।
আরও পড়ুন>>> কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সংলাপ
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আশাশুনির শ্রীপুর লঞ্চ ঘাটের বিপরীতে খুলনার কয়রা এলাকায় কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় তার বাবার লাশ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তারেক হাসান ভুঁইয়া নিখোঁজ হওয়া শ্রমিক বাবুরালীর লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপর দুজনকে খোঁজা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho