Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ২২ ফেব্রুয়ারি ২০২১
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বাংলাদেশ গ্রুপের শিক্ষা সামগ্রী বিতরণ

বার্তাকন্ঠ
ফেব্রুয়ারি ২২, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর ব্যুরো ## যশোরে এস এস সি ২০০৭ এবং এইচ এস সি ২০০৯ বাংলাদেশ গ্রুপের যশোর জেলার বন্ধুদের আমন্ত্রণে  সারাদেশের বন্ধুদের অংশগ্রহণে মিলনমেলায় পথশিশু ও বন্ধুদের বাচ্চাদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ। 

শুক্রবার দিনব্যাপী যশোর জেলার জেস গার্ডেন পার্কে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা গান,নৃত্য,আবৃত্তি, অভিনয় পরিবেশন করেন। দুপুরে পথশিশু ও এতীমখানার প্রায় অর্ধশত শিশুদের মধ্যে খাতা,কলম,পেন্সিল,স্কেলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
আবু বকর আল আমিন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এস এস সি ২০০৭,এইচ এস সি ২০০৯ বাংলাদেশ গ্রুপের এডমিন প্যানেল সদস্য মোঃ দ্বীন ইসলাম,শরিফুল বাবু,যশোর ০৭০৯ গ্রুপের এডমিন প্যানেল ও আয়োজক কমিটির সদস্যরা।
উল্লেখ্য -২০০৭ সালে এস এস সি ও ২০০৯ সালের এইচ এস সি পরিক্ষার্থীদের নিয়ে প্রায় দেড় লক্ষ বন্ধু নিয়ে পরিচালিত ফেসবুকভিত্তিক গ্রুপ দেশের সবগুলো জেলায় রক্তদান,শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণসহ সমাজসেবামূলক  নানান কর্মকাণ্ড পরিচালনা করছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।