
সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এমন হুঁশিয়ারি দিয়েছেন।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে অনেক শিক্ষার্থী তালা ভেঙে হলে প্রবেশ করেছেন। এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। পরে অমর একুশে হলের ভেতরেও অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা।
অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন>>> বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু ২৪ মে, হল খুলবে ১৭ মে: শিক্ষামন্ত্রী
এসব ঘটনার দিকে ইঙ্গিত করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা ইদানিং লক্ষ্য করেছি কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়, পুরোপুরি বাইরের কোনো বিষয় নিয়ে কিছু শিক্ষার্থী জড়িয়ে পড়েছেন। যা অনৈতিক বা অন্যায় কাজে জড়িয়ে পড়েছেন। কোথাও কোথাও আইন অমান্য করার ঘটনাও ঘটছে। এসব ঘটনার দায় বিশ্ববিদ্যালয় নেবে না।
সবাইকে আগামী ১৭ মে হল ও ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দেন ডা. দীপু মনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho