
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সোমবার ব্লক মার্কেটে ১৫টি কোম্পানি ১১ লাখ ৮৮ হাজার ২৫৩টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ব্লক মার্কেটে সাত কোটি ২৭ লাখ ছয় হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে ডিবিএইচ লিমিটেড। এদিন কোম্পানিটি তিন কোটি ৪৮ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে।
রেনাটা লিমিটেড ৮৯ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তৃতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রেক্কিট বেঞ্জার লিমিটেড। এদিন কোম্পানিটি ৭৫ লাখ টাকার লেনদেন করে।
আরও পড়ুন>>> সাড়ে ৫৭ হাজার কোম্পানি ট্যাক্স দেয় না
এছাড়াও বিডি থাই লিমিটেড ৩৩ লাখ টাকার, বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডে ৪১ লাখ ৮৫ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৫০ লাখ টাকা, জিবিবি পাওয়াল লিমিটেড ১৯ লাখ ৭৬ হাজার টাকার, হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড পাঁচ লাখ ৪৯ হাজার টাকার, অরিয়ন ইনফিউশন লিমিটেড পাঁচ লাখ টাকার এবং পপুলার ফাস্ট মিউচ্যুয়ার ফান্ড ১০ লাখ টাকার, আরডি ফুড লিমিটেড সাত লাখ ৭৭ হাজার টাকার,রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১১ লাখ ৪৮ হাজার টাকার, এসইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ১৪ লাখ ৭০ হাজার টাকার, শাশা ডেনিমস লিমিটেড আট লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho