প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২১, ৪:৪৫ পি.এম
৪ হাজার সুস্থ কর্মীর নামে করোনা পজেটিভ প্রতিবেদন!

শাহজালাল সম্রাট ## সম্প্রতি যুক্তরাজ্যে কাজ করা আমাজনের প্রায় চার হাজার কর্মীকে করোনা পজেটিভ হিসেবে বলা হয়েছে। এজন্য তাদের আইসোলেশনেও থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। পরে, জানা গেল তাদের কারোরই করোনা পজেটিভ হয়নি, পরীক্ষার ফলাফল ভুল। খবর এবিসি নিউজের।
ওই প্রতিবেদনে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ ৩ হাজার ৮৫৩ জন আমাজন কর্মীকে করোনা শনাক্তের কথা জানায়। পরে সেটি আবার দ্রুত সংশোধন করা হয়। বলা হয়, করোনা পজেটিভ হয় নি, কারোর আইসোলেশনে থাকার প্রয়োজন নেই।
কর্মক্ষেত্রে পিসিআর টেস্টিংয়ের মাধ্যমে নিয়মিত করোনার পরীক্ষা করে থাকে ই-কমার্স প্রতিষ্ঠানটি। ফলাফলে পজেটিভ পেলে জনস্বাস্থ্য বিভাগকে জানায় আমাজন। আর সে তথ্য এনএইচএসকে জানায় জনস্বাস্থ্য বিভাগ।
এনএইচএসের নির্দেশনা অনুযায়ী, আমাজনের ওই কর্মীদের সাহায্য করার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে সহযোগীদের নির্দেশ দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আমাজন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho