
সূত্রমতে, গত ২৭ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হন ড. সাইদুর রহমান। ২ ফেব্রুয়ারি ফুসফুসের জটিলতা বৃদ্ধি পেলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে লাইভ সাপোর্টে রাখা হয়। একপর্যায়ে ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় নেয়া হয়। ওই হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ড. সাইদুরের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক সমিতি ও বাংলা বিভাগ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আরও পড়ুন>>> ইবি’র প্রক্টরিয়াল বডিতে নতুন তিন মুখ
বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, ‘ড. সাইদুর রহমানকে বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দিয়েছে। প্রথম নামাজে জানাজে শৈলকুপার শ্বশুরালয়ে, দ্বিতীয় জানাজা ক্যাম্পাসে, তৃতীয় জানাজা কুষ্টিয়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মেহেরপুর সদর উপজেলার পোস্ট অফিসপাড়ায় শেষ নামাজে জানাজা শেষে নিজ বাসভবনে তাকে সমাহিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho