
এই ছবি সানি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,”তোমার কাজে অমনোযোগী হওয়ার কারণ দিলাম।” মুহূর্তেই এই ছবি নেটিজেনদের নজর কেড়ে নেয়।
সবসময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন সানি। দিন তিনেক আগেও ভিন্নরূপে ধরা দিয়েছিলেন তিনি। একটি ঝিলের মাঝে নৌকায় বসেছিলেন অভিনেত্রী। খোলা চুল, কপালে চন্দন টিপে সেই সানি একটু আলাদা। তাঁর পরনে ছিল লাল এবং সোনালি রঙের ব্লাউজ এবং একই রঙের ছোট ঝুলের কেরলের মুণ্ডু শাড়ির মতো এক ধরনের পোশাক। এই ফিউশন পোশাকের সঙ্গেই কানে পরেছিলেন সোনার দুল, পায়ে সোনার নূপুর, দু’হাত ভরতি লাল চুড়ি। সানির এই লুক দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। এরপেরই জলে ভেজা শরীরে ‘জলপরী’ সানি লিওনে পুল টাইমের একাধিক ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে (Instagram)।
আরও পড়ুন>>>৫ ঘণ্টায় ১০ লক্ষ লাইক, ইনস্টাগ্রামে কী পোস্ট করলেন সানি!
সানি লিওনে সম্প্রতি ব্যস্ত রয়েছেন এমটিভির রিয়েলিটি শো ‘Splitsvilla 13’-র শুটিং নিয়ে। তাঁর সঙ্গে রয়েছেন সহ-সঞ্চালক রণবিজয় সিংহ (Rannvijay Singha)। এই শোয়ের শুটিং শুরু হয়েছে কেরলে। দক্ষিণে যাওয়ার পর থেকেই জলের প্রেমে পড়েছেন সানি। প্রসঙ্গত, সানি লিওনেকে শেষ দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘বুলেটস’-এ। পাশাপাশি ‘অনামিকা’ ওয়েব শোয়েরও শুটিং শুরু করেছেন তিনি। যেটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রম ভাট।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho