
সেই ঋতুপর্ণা নাকি আবারও ঢালিউডে অভিনয় করতে চলেছেন। এমন দাবি করেছেন বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তার প্রযোজনায় ‘অগ্নিবীণা’ নামের একটি ছবিতে ঋতুপর্ণা অভিনয় করতে চলেছেন বলে সেলিম খান দাবি করেছেন।
সেলিম খানের কথায়, ‘ঋতুপর্ণার সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। খুব শিগগিরই চুক্তি সই অনুষ্ঠিত হবে। এরপর শুরু হবে শুটিং।’
কিন্তু এ ব্যাপারে ঋতুপর্ণা কিছুই প্রকাশ করেননি। অর্থাৎ, তিনি শাপলা মিডিয়ার ব্যানারে অভিনয় প্রসঙ্গে হ্যা, না কিছুই বলেননি। শুধু বলেছেন, এ বিষয়ে তিনি পরে জানাবেন। পাশাপাশি ছবিতে ঋতুপর্ণার বিপরীতে কে অভিনয় করবেন, সেটিও প্রকাশ করা হয়নি।
শোনা যাচ্ছে, ‘অগ্নিবীণা’ ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। যিনি কলকাতার ‘বুম্বাদা’ খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে ‘বাবাই’ এবং চিত্রনায়ক ও সাংসদ দেবকে নিয়ে ‘কমান্ডো’ শিরোনামে দুটি সিনেমাও নির্মাণ করছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho