
সন্তান প্রসবের পর মায়েরা সাধারণত একটু হলেও বুড়িয়ে যান, কেউ হয়তো তুলনামূলক মোটা হয়ে যান তো কেউ আবার শারীরিক ভাবে দুর্বল হয়ে রুগ্ন হয়ে যান। যদিও এই সবটাই নির্ভর করে খাওয়াদাওয়া ও শরীর চর্চার উপর ।বছর ৪১ এর এই অভিনেত্রী আগের মতনই ফিট এন্ড পারফেক্ট। অথচ তাঁর স্কিন এখনো টানটান,উজ্জ্বল। যেন মাখন ঝরছে তাঁর স্কিন থেকে। আর এই রূপের রহস্য বিশুদ্ধ খাওয়া দাওয়া,আর এক্সারসাইজ।
সাধারণত করিনা ভাত খান খুবই কম। কারণ তাতে কার্বোহাইড্রেট থাকে। সামনে গরম তাই নিজের ও সন্তানের পুষ্টির কথা টক দই তাঁর প্লেটে থাকবেই থাকবে।এছারও অরগ্যানিক শাক সবজি খান, ফল দুধ আছেই তাঁর খাদ্য তালিকায়।তবে নিজের ছবি দিলেও,সবাইকে নিরাশ করে নবজাতকের ছবি তিনি এখনো সামনে আনেননি।
হাসপাতাল থেকে বেরিয়ে চটপট গাড়িতে উঠে বাড়ির পথে রওনা হন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। নবজাতককে নিয়ে বাড়িতে ফেরার পর করিশ্মা কাপুর, সোহা আলি খান, কুণাল খেমুরা দেখতে আসেন তাঁদের।বৃহস্পতিবার দুপুরে সৎ মা এবং ছোট্ট ভাইকে দেখতে সইফিনার বাড়িতে উপস্থিত হয়ে ছিলেন সারা।কিন্তু অন্যদিকে করিনার শাশুড়ি অর্থাৎ শর্মিলা থাকুর এখনো নিজের দ্বিতীয় নাতির মুখ দেখতে পাননি। কারণ, তিনি এখনও দিল্লিতে আটকে।
তবে তিনি তার বৌমার প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাঁদের পরিবারের মধ্যে শুধুমাত্র করিনাই একজন যিনি শর্মিলা ঠাকুর কোন মেসেজ করলে চটপট তার উত্তর দেন। যা সইফ আলি খান কিংবা সোহা আলী খান করেন না। সে যাই হোক এবার দেখার দ্বিতীয় নাতির মুখ ঠাকুমা কোন উপহার দিয়ে দেখেন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho