মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শহিদ জয়,যশোর ব্যুরো ## আজ সকালে যশোর- নড়াইল মহাসড়কে নূড়িতলা এলাকায় থ্রী হুয়িলার(সিএনজি) ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক সুজন হোসেন(২৮) নিহত হয়েছে৷ এসময় সিএনজি চালক সহ কয়েক যাত্রী কম বেশি আহত হয়েছে৷ নিহত চালক  যশোর সদর উপজেলার চাঁনপাড়া গ্রামের কুদ্দুস জোয়াদ্দারের ছেলে৷
স্থানীয়রা ও পুলিশ জানায়, নিহত মটর সাইকেল চালক একজন মটর সাইকেল মেকানিক৷ আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে হামিদপুর ময়লা খানার বিপরীতে তার নিজের মটর সাইকেলের গ্যারেজে আসছিলো৷ পতিমধ্যে নূড়িতলা এলাকায় পৌছালে ইজিবাইক ওভারটেক করে আগে উঠার সময় বিপরীত দিক থেকে আসা থ্রী হুয়িলার(সিএনজি) মুখোমুখি সংঘর্ষে মাটর সাইকেল চালক গুরুতর আহত হয় এবং সিএনজি চালক সহ সিএনজিতে থাকা যাত্রীরা কমবেশি আহত হয়৷৷ এসময় স্থানীয়রা আহত মটর সাইকেল চালককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ মৃৃৃৃত ঘোষনা করে মর্গে পাঠান৷ তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃৃৃৃত্যু হয়েছে৷
কোতয়ালী থানার চাঁনপাড়া ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সিএনজি ও মটর সাইকেল আটক আছে৷

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ০২:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
শহিদ জয়,যশোর ব্যুরো ## আজ সকালে যশোর- নড়াইল মহাসড়কে নূড়িতলা এলাকায় থ্রী হুয়িলার(সিএনজি) ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক সুজন হোসেন(২৮) নিহত হয়েছে৷ এসময় সিএনজি চালক সহ কয়েক যাত্রী কম বেশি আহত হয়েছে৷ নিহত চালক  যশোর সদর উপজেলার চাঁনপাড়া গ্রামের কুদ্দুস জোয়াদ্দারের ছেলে৷
স্থানীয়রা ও পুলিশ জানায়, নিহত মটর সাইকেল চালক একজন মটর সাইকেল মেকানিক৷ আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে হামিদপুর ময়লা খানার বিপরীতে তার নিজের মটর সাইকেলের গ্যারেজে আসছিলো৷ পতিমধ্যে নূড়িতলা এলাকায় পৌছালে ইজিবাইক ওভারটেক করে আগে উঠার সময় বিপরীত দিক থেকে আসা থ্রী হুয়িলার(সিএনজি) মুখোমুখি সংঘর্ষে মাটর সাইকেল চালক গুরুতর আহত হয় এবং সিএনজি চালক সহ সিএনজিতে থাকা যাত্রীরা কমবেশি আহত হয়৷৷ এসময় স্থানীয়রা আহত মটর সাইকেল চালককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ মৃৃৃৃত ঘোষনা করে মর্গে পাঠান৷ তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃৃৃৃত্যু হয়েছে৷
কোতয়ালী থানার চাঁনপাড়া ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সিএনজি ও মটর সাইকেল আটক আছে৷