
ইমরান হোসেন আশা ## একুশের যুদ্ধের আগে শুধু রাজ্য রাজনীতি তোলপাড় নয়, টলিপাড়াতেও এখন হুলস্থুল কান্ড। দোলের আগেই এক এক করে প্রথমসারির তারকারা রাজনীতির রঙ গায়ে লাগিয়ে সেজে উঠছেন।
গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষের উপস্থিতিতে হাতে তুলে নিয়েছেন বিজেপির পতাকা। মুহূর্তের মধ্যে খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ট্রোলের শিকার হন শ্রাবন্তী। এই তাঁর নিয়ে তৃতীয় বিয়ে ভাঙতে চলেছে।
আরও পড়ুন>>>রাজনীতির ময়দানে শ্রাবন্তী
শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন টেনে এনে প্রকাশ্যে অনেকেই মন্তব্য করেছেন, ‘বর সামলাতে পারেন না, অগণিত মানুষ কিভাবে সামলাবেন!’ আবার একদল লিখেছেন, ‘আগে ঘর সামলাতে শিখুন, তারপর রাজ্যের দায়িত্ব নেবেন।’ যদিও, এইধরনের মন্তব্যের প্রতিবাদ করেছেন শ্রাবন্তীর বহু অনুরাগী। ব্যক্তিগত জীবন টেনে আক্রমণ বা ট্রোলের বিরুদ্ধে অনেকেই আওয়াজ তুলেছেন। কানাঘুষো শোনা যাচ্ছে, শ্রাবন্তীর পুরনো জীবনসঙ্গী রোশন তাঁকে নতুন অধ্যায়ের জন্য ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু ট্রোল নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী। হয়তো তিনি এসব এখন গায়েই মাখতে চাইছেন না!