টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ‘কী করে বলব তোমায়’ সিরিয়ালে অভিনয় করছেন তিনি। গত বুধবার এ সিরিয়ালের শুটিং করতে গিয়েই পা মারাত্মক আঘাত পেয়েছেন এ অভিনেত্রী। গোড়ালিতে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে তার।
আঘাত পাওয়ার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে স্বস্তিকা জানান, শুটিংয়ে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি ওঠা আর নামার দৃশ্য ছিল। বারবার সেই শট দিতে হচ্ছিল। হঠাৎ ভুল সিঁড়িতে পা দিয়েই পড়ে যান এ অভিনেত্রী। ব্যাথায় কাতর হয়ে উঠেন তিনি। সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেন ইউনিটের সদস্যরা।
পরের দিন গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং ছিল। তা বাতিল করলে খুব সমস্যায় পড়তে হতো। তাই পায়ের ব্যথা নিয়েই সেটে হাজির হয়েছিলেন স্বস্তিকা। শুটিংও করেছেন তিনি। তারপর গত শুক্রবার সম্পূর্ণ বিশ্রামে ছিলেন এ অভিনেত্রী।
২০১৯ সালের ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ‘কী করে বলব তোমায়’ সিরিয়ালের প্রচার। জি বাংলায় প্রচার হওয়া সিরিয়ালটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। তার বিপরীতে আছেন ক্রুশল আহুজা। প্রচারের পর থেকেই দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে সিরিয়ালটির অবস্থান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho