
এবার সেটি না হলেও আগামী আসরে অর্থাৎ, ১৫তম আসর দশ দলে হবে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমে। আরও জানিয়েছে, আইপিএলের আসন্ন আসরের শেষের দিকে মে মাসে ২০২২ আসরের নিলাম আয়োজনের সিদ্ধান্তও সৌরভ গাঙ্গুলী-জয় শাহসহ বিসিসিআইয়ের সভায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ২০২২ আইপিএল অনুষ্ঠিত হবে ১০ দল নিয়ে। আসন্ন আসরের শেষ দিকে অর্থাৎ, মে মাসের মধ্যে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজির নিলাম অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন>>> আফগান ক্রিকেটার হাশমতউল্লাহ প্রথম ডাবল সেঞ্চুরি
এর আগেও আইপিএল অনুষ্ঠিত হয়েছিল দশ দল নিয়ে। ২০১১ সালের আসরে বাড়তি দুই দল ছিল কোচি টাস্কার্স কেরালা ও পুনে ওয়ারিয়র্স। এরপর ২০১২ ও ২০১৩ খেলে নয়টি দল। ২০১৪ সাল থেকে আসন্ন আসর পর্যন্ত আট দলই খেলেছে।
যদিও ২০১৬ ও ২০১৭ সালে সাময়িক নিষিদ্ধ হওয়া চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের পরিবর্তে খেলেছিল রাইজিং পুনে সুপারজায়ান্টস ও গুজরাট লায়ন্স। ২০১৮ সালে দুটি দলের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবারও বাদ পড়ে পুনে ও গুজরাট।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho