প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২১, ৫:৫৯ পি.এম
কলারোয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

আতাউর রহমান,সাতক্ষীরা ব্যুরো ## কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক সৌজন্য মতবিনিময় করেছেন।
মঙ্গলবার সকালে নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে পরিচিতি পর্বে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংবাদ পত্র হলো সমাজের দর্পন। আর এই দর্পনের রূপকার আপনারা। তাই আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের যেমন অসঙ্গতি তুলে ধরবেন ঠিক তেমনি সরকারের সাফল্যও তুলে ধরবেন। তিনি বলেন, আমি যতদিন আপনাদের মাঝে থাকবো ততদিন আমার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষা করবো। আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী এবং জনগণের সেবক। দলমত নির্বিশেষে আমি আমার সাধ্যের মধ্যে সেবা দিয়ে যাবো।
জুবায়ের হোসেন চৌধুরী আরও বলেন, এলাকার স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সকল সময়ে আমাকে আপনাদের পাশে পাবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন, শিক্ষক মোস্তফা হোসেন বাবলু, আরিফ চৌধুরী, জাহিদুল ইসলাম, গোলাম রসুল প্রমুখ।
সাংবাদিকদের সাথে সৌজন্য মতবিনিময় সভাটি অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho