
নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকা বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ৫ ঘণ্টার দীর্ঘ বাস জার্নির পর আজ (রবিবার) বিকাল ৬টার দিকে ক্রাইস্টচার্চে পৌঁছেছি।’
তিনি আরো বলেন, ‘স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ডানেডিন থেকে ক্রাইস্টচার্চের পথে আমাদের যাত্রা শুরু হয়। পথে মধ্যাহ্ন ভোজ ও কফি পানের দুই দফা বিরতির পর স্থানীয় সময় বিকাল ৬টার দিকে ক্রাইস্টচার্চে হোটেলে এসে উঠেছি।’
নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো জয় পায়নি বাংলাদেশ। এবারের সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের ক্রিকেটাররা বারবারই বলে আসছেন যে, পুরোনো ইতিহাস বদলে দিতে চান তারা।
সিরিজের প্রথম ম্যাচে মূলত ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশকে ডুবিয়েছে। টাইগাররা প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায়। পরে নিউজিল্যান্ড ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।
প্রথম ম্যাচের পর অধিনায়ক তামিম ইকবাল এবং পেসার তাসকিন আহমেদ দুজনই হারের জন্য ব্যাটসম্যানদের ব্যর্থতাকে দায়ী করেন।
তামিম ইকবাল বলেন, ‘বেশ কিছু সহজ আউট হয়েছে। কোনো সন্দেহ নেই, তারা খুবই ভালো বল করেছে। কিন্তু আমাদের নিজেদেরই দোষ দিতে হবে। আমরা আমাদের ব্যাটিং নিয়ে গর্ববোধ করে থাকি। কিন্তু আজ সেটা যথেষ্ট ছিল না।’
তাসকিন আহমেদ বলেন, ‘আমরা ভালো ব্যাট করতে পারিনি। মাত্র ১৩১ রান করতে পেরেছি। এই ধরনের দলের বিপক্ষে এমন স্কোর নিয়ে কখনোই লড়াই করা যায় না। ২৬০ থেকে ২৭০ রান থাকলে আমরা বোলাররা লড়াই করার জন্য আক্রমণাত্মক হতে পারতাম।’
তিনি আরো বলেন, ‘আমরা ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে এখনো আশাবাদী। সিরিজে আমাদের এখনো দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। বিশেষভাবে নিউজিল্যান্ডে আমরা ভালো করতে পারি না। তবে আশা করি, পরের ম্যাচে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho