প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ৭:৩৭ পি.এম
যশোরে জেসিএফ ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন

যশোর ব্যুরো ## নান্দনিক স্থপত্যশৈলীতে যশোরে নির্মাণ করা হচ্ছে ১০তলা বিশিষ্ট ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ ট্রেনিং সেন্টার। শহর বাইপাসের আরবপুর এলাকায় রবিবার (২১ মার্চ ২০২১) ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে এই ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
দুপুরে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজ উদ্বোধন করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ (গ্রেড-১)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ মাজেদুল হক, সহকারী পরিচালক সৈয়দ আশিক ইমতিয়াজ, জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মেরিনা আখতার, পরিচালক (ক্ষুদ্র্ঋণ) আজিজুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) বিশ্বজিৎ কুমার ঘোষ সহ উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীগণ।
উল্লেখ্য, ১০তলা বিশিষ্ট এই ট্রেনিং সেন্টারে থাকবে আন্তর্জাতিকমানের আবাসন সুবিধাসহ ২’শ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল ও ট্রেনিং সেন্টার। নির্মাণ সমাপ্তির সম্ভব্য সময় ধরা হয়েছে ২০২৪ সাল।
ট্রেনিং সেন্টার নির্মান কাজ উদ্বোধনের পর অতিথিরা জাগরণী চক্র ফাউন্ডেশন পরিচালিত যৌনপল্লীর শিশুদের পুনর্বাসন প্রকল্প চিল্ড্রেন হ্যাভেন ঘুরে দেখেন। এরপর শহরের মুজিব সড়কে অবস্থিত সংস্থার প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মরত কর্মকর্তা ও কর্মীদের সাথে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho